১৬ মার্চ, ২০১৭ ১৫:৫৩

ইবির 'এফ' ইউনিটে পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবির 'এফ' ইউনিটে পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রশ্নপত্র ফাঁসের কারণে বাতিল হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত 'এফ' ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মোট তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৩৩ তম সিন্ডিকেট সভা থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের 'এফ'  ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করা হয়। পরে গত ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় পুনরায় ওই ইউনিটের ভর্তি নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে 'এফ' ইউনিটে পূর্বের ২৯৪৪ জন ভর্তিচ্ছু আবেদনকারীরা পুনরায় এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানানো হয়। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, আমরা স্বচ্ছতার জায়গা থেকে মেধা যাচাইয়ের জন্য পুনরায় ভর্তি পরীক্ষা নিয়েছি। কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া পরীক্ষা সম্পন্ন করায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর