Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ মার্চ, ২০১৭ ১৭:৪৪ অনলাইন ভার্সন
শাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস পালিত
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
শাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস পালিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মণিপুরী ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখা এ ইপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় ছাত্রসংসদের আহ্বায়ক শুভ কুমার সিংহের সভাপতিত্বে ও কিরণ কুমার সিংহের পরিচালনায় বক্তব্য রাখেন শাবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস, যুগান্তর সিলেট ব্যুরো সংগ্রাম সিংহ, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ শাহ দিদার আলম চৌধুরী নোবেল, মণিপুরী ছাত্র সংসদে সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি বিধান কুমার সিংহ, ডা. পরেশ চন্দ্র সিংহ, শাবি’র ইন্ডিজেনাস স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি পরেশ চাকমা, সহ-সভাপতি তুহিন ত্রিপুরা, সুজিত কুমার সিংহ প্রমুখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow