১৮ মার্চ, ২০১৭ ১৬:০৬

রাবি উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে রবিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবি উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে রবিবার

আগামীকাল রবিবার শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৩তম উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও ১২তম উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদকাল। তাই আগামী সোমবার থেকে স্ব-স্ব বিভাগে যোগদান করবেন তারা। গুরুত্বপূর্ণ এই পদে কারা আসছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।

নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের আচার্য (রাষ্ট্রপতি) নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের নাম ঘোষণা না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব পালন করবেন কোষাধ্যক্ষ। বর্তমান রাবি কোষাধ্যক্ষের দায়িত্বে আছেন অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।

এর আগে ২০১৩ সালের ২০ মার্চ রাজশাহী বিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম উপাচার্য ছিলেন ডক্টর ইতরাত হোসেন জুবেরী ও উপ-উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আমানুল্লাহ আহমদ।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর