২১ মার্চ, ২০১৭ ২১:৪৮

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ৫ ভুয়া পরীক্ষার্থী আটক

দিনাজপুর প্রতিনিধি:

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ৫ ভুয়া পরীক্ষার্থী আটক

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ৫ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার এফ ও সি ইউনিটের পরীক্ষা দিতে এসে আটক হয় ৫ জন। 

মঙ্গলবার ‘এফ’ ইউনিট ও 'সি' ইউনিট এর পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে সংশ্লিষ্ট পরীক্ষা হলের পরিদর্শক তাদের বদলী পরীক্ষা দেয়া এবং পরীক্ষা কেন্দ্রে ব্যবহার নিষিদ্ধ বিশেষ ধরনের কলম ব্যবহারের অভিযোগে আটক করেন।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার তারুকান্দা উপজেলার কয়রাকান্দা গ্রামের মো. শহিদুল্লাহ এর ছেলে মো. আশরাফুল, নড়াইল জেলার সদর উপজেলা বাইশভিটা গ্রামের সুকুমার গায়েন এর ছেলে সমাপ্ত গায়েন, নড়াইল জেলার সদর উজেলার ভূয়াখালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শোনাপাড়া গ্রামের মোখতার আহমেদ এর ছেলে মো. সফিউল্লাহ এবং চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার মো. আবু তাহের এর ছেলে মোহাম্মদ মহসিন। 

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তপতী বিশ্বাস আটক মো. আশরাফুলকে ১৫ দিন এবং সমাপ্ত গাইন, রিয়াজুল ইসলাম, মো. সফিউল্লাহ ও মোহাম্মদ মহসিনসহ প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের মমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।  

 

বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর