২২ মার্চ, ২০১৭ ২০:৩২

জবির সমাজকর্ম বিভাগের সমাজকর্ম সমিতি গঠন

জবি প্রতিনিধি

জবির সমাজকর্ম বিভাগের সমাজকর্ম সমিতি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর সমাজকর্ম বিভাগের “সমাজকর্ম সমিতির  কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিভাগের শিক্ষক মিলনাতয়নে এক বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি পদে(পদাধিকার বলে) নির্বাচিত হয়েছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবুল হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ম ব্যাচের শিক্ষার্থী তৌকির তাজমুল হক রক্তিম। মডারেটর হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. জাফর ইকবাল। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ,যুগ্ম সাধারন সম্পাদক সানজিদা রহমান (৯ম ব্যাচ ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন হিমু (১০ম ব্যাচ ), কোষাধ্যাক্ষ মুনিরা সুলতানা (৮ম ব্যাচ ), ক্রীড়া সম্পাদক মো:রুবেল (৯ম ব্যাচ ), সাংস্কৃতিক সম্পাদক মো:মুসফিকুর রহমান (১১তম ব্যাচ ) নির্বাচিত হন।

এছাড়াও বিশেষ সদস্য হিসেবে নির্বাচীত হয়েছেন কানিজ ফাতেমা (৭ম ব্যাচ), মিজান (৭ম ব্যাচ), সৈয়দ বাবু (৮ম ব্যাচ), জোবায়ের খান (৮ম ব্যাচ), মাহিয়ান আহমেদ (৯ম ব্যাচ) , পার্থ রায় (১০ম ব্যাচ ), ইফফাত আরা আঁখি(১০ম ব্যাচ), তাওহিদুল ইসলাম এনেট (১১তম ব্যাচ), নিশিতা নওরীন মির্জা (১১তম ব্যাচ), মুসফিক আনজুম রানা (১২ তম ব্যাচ), সৈয়দা লাবীবা সুলতানা (১২ তম ব্যাচ), রাকিবুল ইসলাম রিয়াদ (১২ তম ব্যাচ)। 


বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর