২৬ মার্চ, ২০১৭ ১৬:২৯

ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। একই সময়ে প্রত্যেক আবাসিক হল সমূহের প্রভোস্টগণ নিজ নিজ হলে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন। 

সকাল ৯টা ১৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর হতে শহীদ স্মৃতিসৌধ পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। 

র‌্যালি শেষে সকাল ৯টা ২৫ মিনিটে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ। 

এরপর  পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্টসহ বিভান্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট  নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ.স.ম শোয়াইব আহমাদ। 

এরপর সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনের সভা কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ। 

বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর