২৬ মার্চ, ২০১৭ ১৬:৫৮

ইবিতে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


ইবিতে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০১৭ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ লাইব্রেরির শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ প্রমুখ। 

এর আগে বেলা ১২টায় হলের টিভি রুমে মহান স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হলের আবাসিক শিক্ষক মতিয়ার রহমান মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং হলের শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর