২৯ মার্চ, ২০১৭ ১৮:১৭

ইবিতে বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইবিতে বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

ইসলামী বিশ্ববিদ্যলয়ে (ইবি) অধ্যয়নরত বৃহত্তর রংপুরের (রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম) শিক্ষার্থীদের নিয়ে গঠিত রংপুর ছাত্রকল্যাণ সমিতির নবীণ বরণ, প্রবীণ বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পরমাণু বিজ্ঞানী ড. এস এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহত্তর রংপুর ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিলনের সঞ্চালনায় সকাল সাড়ে ১০টায় এক আলোচনা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হোসাইন মো: ফারুকী প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুরে প্রীতিভোজ ও পরে সমিতির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর