শিরোনাম
৩০ মার্চ, ২০১৭ ১৭:১৯

রাবিতে শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবিতে শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা

লেখক শওকত ওসমান জন্মশতবর্ষের স্মারক বক্তৃতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ১৫০ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গবেষণা সংসদ এ স্মারক বক্তৃতার আয়াজন করে।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামীর সঞ্চালনায় বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। এসময় তিনি শওকত ওসমানের উপন্যাস ‘উপনিবেশবাদ-বিরোধী রাজনৈতিক চেতনা’ পাঠ করেন। তিনি তার স্মৃতিচারণ করে ঘন্টাব্যাপী ১২টি উপন্যাসের খন্ডাংশ শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক পি এম সফিকুল ইসলাম। এ সময় বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর