৬ এপ্রিল, ২০১৭ ২০:২৫

ইবি ছাত্রলীগের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ইবি ছাত্রলীগের ৮ম সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

উদ্বোধনী বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হতে হলে আগে ভাল ছাত্র হতে হবে। কারণ একজন ভাল ছাত্র না হতে পারলে ভাল কর্মী হওয়া সম্ভব নয়। তাই আগে ছাত্র পরে লীগ এটা সবাইকে মনে রাখতে হবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের স্লোগানের রাজনীতি করলে হবে না। তাদেরকে ইতিহাসের জ্ঞানের রাজনীতি করতে হবে। তাদের কাজ ইতিহাসের সঠিক জ্ঞান বিতরণের মাধ্যমে ছাত্রলীগের কর্মীদের মেধাবী যোগ্য করে তোলা। আজ বিএনপির নেতাকর্মীরা ইতিহাসকে বিকৃত করছে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস পৌঁছে দিবে বলে আমি আশা করি।’

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (এমপি), সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর