১৮ এপ্রিল, ২০১৭ ১২:৩৭

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন কাল

অনলাইন ডেস্ক

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন কাল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাবর্তনে এক হাজার ৩৯৯ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবেন। এ ছাড়া এতে ২৯ শিক্ষার্থীকে ৩২টি স্বর্ণপদক দেওয়া হবে। সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। তারপর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক সনদপত্র ও স্বর্ণপদক প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইউজিস'র চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।

উল্লেখ্য, ২০০৬ সালের ৯ মে, কবি নজরুলের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১১ বছরে  আগামীকাল ১৯ এপ্রিল, ২০১৭  প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর