২০ এপ্রিল, ২০১৭ ২১:৪৮

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সরকার সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল, বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা প্যানেলকে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠে জয় লাভ করেছে। ১৫ সদস্য বিশিষ্ট এই কার্যকর পরিষদ কমিটির সব কয়টিতে জয় পেয়েছে তারা। নির্বাচনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ৫৩৯ ভোট পেয়ে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. মো. রুহুল আমীন ৪৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. দীলিপ কুমার মন্ডল এই ফলাফল ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইনস্টিডিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের মো. আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের মো. ফারুক শাহ, সদস্য মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.সনজীব কুমার সাহা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের মমতাজ পরভীন (মাধবী), ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের, মো. খাইরুল ইসলাম, গণিত বিভাগের মো. লুৎফর রহমান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম (রয়েল), ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোসা. জেসমীন সুলতানা, মনোবিজ্ঞান বিভাগের মো. নুরে আলম সিদ্দিকী, ইনফরমেশন এনড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আশরাফুল ইসলাম ( রাজিব), দর্শন বিভাগের মো. জাহিদুল ইসলাম ও ইসলামিক স্টাডিজ বিভাগের আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১৪৩ জন ভোটারের মধ্যে ৯৭৪ জন ভোট প্রদান করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর