২৩ এপ্রিল, ২০১৭ ২১:৪৮

বেরোবির সেই বিতর্কিত প্রক্টরই তদন্ত কমিটির আহ্বায়ক!

সৌম্য সরকার, বেরোবি

বেরোবির সেই বিতর্কিত প্রক্টরই তদন্ত কমিটির আহ্বায়ক!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরের অপসারণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টর অপসারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে অন্য একটি ঘটনার তদন্তে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরের বিচার চেয়ে শিক্ষার্থীদের করা অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির কাজ চলাকালীন অন্য একটি ঘটনার তদন্তে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে আহ্বায়ক করায় বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।

জানা যায়, শারীরিক লাঞ্চিতের ঘটনায় দু'জন শিক্ষার্থীর করা অভিযোগ তদন্তে গত ২০ এপ্রিল প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে আহ্বায়ক ও অন্য দুই সহকারী প্রক্টর ড. শফিক আশরাফ ও রুহুল আমিনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটিতে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকার থাকার বিষয়ে আপত্তি তুলেছে বিভিন্ন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, যেখানে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকার ব্যাপারে একটি তদন্ত কার্যক্রম চলছে সেই সময় অন্য তদন্ত কমিটিতে তাকে রাখা বিধি বহির্ভূত।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি গত ২০ এপ্রিল গঠিত হলেও এখন পর্যন্ত কোন কার্যক্রম শুরু করতে পারেনি। তদন্ত কমিটির এক সদস্য ইতোমধ্যেই মৌখিকভাবে অপারগতা প্রকাশ করেছেন বলেও জানা গেছে।

প্রক্টরের ব্যাপারে তদন্ত চলাকালীন তাকে অন্য তদন্ত কমিটিতে রাখার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবরাহীম কবীর বলেন, আমি কোন তদন্ত কমিটি গঠন করি না। তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত উপাচার্য নেন। আমি শুধু অফিসিয়াল ফরমালিটি মেইনটেইন করি। 

এদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দীপুর বাবা অনিল রায়ের মৃত্যুতে প্রক্টর মীর তামান্না ছিদ্দিকাকে দায়ি করে তার অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর