২৬ এপ্রিল, ২০১৭ ১৬:১০

বাকৃবিতে নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি:

বাকৃবিতে নবীন শিক্ষকদের  প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৭তম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের  উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিটিআই এর পরিচালক প্রফেসর ড. এম. মোজাহার আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড.সুভাষ চন্দ্র চক্রবর্তী, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুল কুদ্দুছ, সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. এম নজরুল ইসলাম, জিটিআই এর গর্ভনিং বডির সদস্য প্রফেসর ড. মো: গোলাম ফারুক, প্রোক্টর প্রফেসর ড. এ. কে. এম জাকির হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: ছাইফুল ইসলাম।   

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অর্থায়নে আয়োজিত এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জিটিআই দ্বারা পরিচালিত ২৭ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।                                                 

 

বিডি প্রতিদিন/২৬ এপ্রিল ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর