২৬ এপ্রিল, ২০১৭ ২১:৪৬

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আবেদন করতে এসে ফিরে গেলেন তারা

সৌম্য সরকার, বেরোবি থেকে

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আবেদন করতে এসে ফিরে গেলেন তারা

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বুধবার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর ১১৮টি পদের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে এসে প্রশাসনের কোন ধরনের সহযোগিতা না পেয়ে ফিরে গেছেন ১০-১২ জন  চাকরি প্রত্যাশী।

তারা অভিযোগ করেন, “নিয়োগের জন্য গত শুক্রবার একটি জাতীয় দৈনিকে একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নামে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কোটা সংরক্ষণের বিষয়টি উল্লেখ ছিল না। যারা কোটা অনুযায়ী আবেদন করতে ইচ্ছুক তাদের ২৮ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। কিন্তু সেই অনুযায়ী বুধবার আবেদন ফরম নিতে আসলে আমাদেরকে আবেদন ফরমে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কেউ কোন ধরনের সহযোগিতা করেননি।”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, ‘আমরা এই ব্যাপারে কিছুই জানি না।’

অভিযোগ উঠেছে, রেজিস্ট্রারকে না জানিয়েই গত শুক্রবার পত্রিকায় রেজিস্ট্রারের নামে সংশোধনী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহীম কবীর বলেন, “পত্রিকায় প্রকাশিত সংশোধনী বিঞ্জপ্তির ব্যাপারে আমি কিছুই জানি না।”

বিডি-প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর