২৮ এপ্রিল, ২০১৭ ০৯:১৫

ঢাবি ছাত্রলীগের ১৯ কর্মীকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

ঢাবি ছাত্রলীগের ১৯ কর্মীকে বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দু’টি আবাসিক হলের ১৮ কর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। এছাড়া আরও একজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।   

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল হলের ভেতরে নিজেদের মধ্যে মারামারিতে জড়ানোর দায়ে স্যার এ এফ রহমান হলের ছয়কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়া গত ২৩ এপ্রিল হল ক্যান্টিনে ভাঙচুরে জড়িত থাকায় একই হলের আরও পাঁচ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

এদিকে, সলিমুল্লাহ মুসলিম হলে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ানোর ঘটনায় সাময়িক বহিষ্কার করা হয় ওই হলের সাত ছাত্রলীগ কর্মীকে। একই ঘটনায় বিজয় একাত্তর হলের এক কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর