২০ মে, ২০১৭ ১৭:৫৪

রাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্র ফেডারেশনের উদ্বেগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবি শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্র ফেডারেশনের উদ্বেগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র ফেডারেশন রাবি শাখা। শনিবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক আহসানুল হক সোয়াদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। একই দিনে বিনোদপুর মন্ডলের মোড়ে ফটোকপির দোকানের আরেক শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। 

ফেডারেশনের নেতারা বলছেন, শিক্ষার্থীদের লাঞ্ছিত করার ঘটনা নতুন কিছু নয়। কয়েকদিন পর পরেই এমন কলঙ্কময় ঘটনা ঘটছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না। সকল শিক্ষার্থীকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। 
তাই দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি নিশ্চিত করা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর