২৩ মে, ২০১৭ ১৫:৫২

রাবির হলে উত্তরপত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবির হলে উত্তরপত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে সদ্য শেষ হওয়া এইচএসসি পরীক্ষার ১০০ কপি উত্তরপত্র উদ্ধারের ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

গতকাল সোমবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের গণরুম থেকে ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়। এ উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব দেওয়া ছিল রাজশাহীর নিউ গভনর্মেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালামের ওপর।


বিডি প্রতিদিন/২৩ মে, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর