২৪ মে, ২০১৭ ১৪:৩৭

'সুনাগরিক গড়তে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে'

অনলাইন ডেস্ক

'সুনাগরিক গড়তে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে'

ফাইল ছবি

নতুন প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আজ বুধবার ইনস্টিটিউট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ‘ইফেকটিভ ইমপ্লিমেনটেশন অব ডিপিইডি প্রগ্রাম’ শীর্ষক দুইদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। 

উপাচার্য বলেন, প্রাথমিক শিক্ষার ভিত যত মজবুত হবে উচ্চশিক্ষা ক্ষেত্রে তত কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হবে। 

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কর্মশালার সমন্বয়কারী অধ্যাপক ড. শারমিন হক। 

বিভিন্ন পিটিআই থেকে অর্ধশতাধিক প্রশিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

বিডি প্রতিদিন/২৪ মে ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর