২৭ মে, ২০১৭ ১৮:৫৬

জাবি শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

জাবি প্রতিনিধি

জাবি শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আন্দোলনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৯ জন। শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। 

শিক্ষার্থীরা জানায়, আন্দোলনকারীদের রাস্তা থেকে হঠাতে বিকেল ৫টার দিকে অ্যাকশনে যায় দুই শতাধিক পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।  

এর আগে পাঁচ দফা দাবিতে সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হন। সাভারের কলমায় অবস্থিত মার্কাস মসজিদ থেকে তাবলীগ জামাত শেষ করে অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন ওই দুই শিক্ষার্থী। তাদের রিকশা সিএন্ডবি ও বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের মাঝামাঝি স্থানে আসলে পেছন থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এ সময় ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. গৌতম ঘোষ নাজমুল হাসান রানাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় আরেক শিক্ষার্থী আরাফাত আইসিইউতে রাখা হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আরাফাতের মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/ ২৭ মে ২০১৭/আরাফাত/ হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর