২৮ মে, ২০১৭ ০৯:৫৯

জাবিতে হল ছাড়ছেন শিক্ষার্থীরা, বিক্ষোভ করবে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবিতে হল ছাড়ছেন শিক্ষার্থীরা, বিক্ষোভ করবে ছাত্রলীগ

অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধ ঘোষণা করায় আবাসিক হল ত্যাগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাতে জরুরি এক সিন্ডিকেট সভায় আজ সকাল ১০টার মধ্যেই হল ত্যাগের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে সকাল থেকেই বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ত্যাগের নির্দেশনা বাতিলসহ কয়েকটি দাবিতে সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ।  

সরজমিনে কয়েকটি আবাসিক হল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থীরা একে একে হল ত্যাগ করছেন। গতকালের পুলিশি অ্যাকশনসহ সার্বিক পরিস্থিতে আতঙ্কিত এসব শিক্ষার্থীরা বাধ্য হয়েই হল ত্যাগ করছেন। প্রথম রোজাতেই এমন হয়রানির শিকার হওয়ায় অনেক শিক্ষার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন। সরকার ও রাজনীতি বিভাগের ৪৪ তম ব্যাচের ছাত্র রাহুল এম ইউসুফ বলেন, বিশ্ববিদ্যালয়ের এরধরণের সিদ্ধান্তে আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। আমরা যারা ক্যাম্পাসের আশেপাশে টিউশানি কিংবা পার্ট টাইম জব করি তারা এখন দিশেহারা। অনেকেরই থাকার জায়গা নেই। 

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে সমাবেত হওয়ার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের নির্দেশের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবেন বলে জানা গেছে। এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, হল ত্যাগের নির্দেশ বাতিল, ভিসির বাড়িতে হামলার প্রতিবাদ এবং পূর্বের উল্লেখিত পাচ দফা দাবি আদায়ের লক্ষ্যে ট্রান্সপোর্টে জড়ো হচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

উল্লেখ্য, শুক্রবার ভোর ৫টায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএমবি এলাকায় সড়ক দুর্ঘটনায় মার্কেটিং বিভাগের নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত নিহত হন। এ ঘটনায় ওই দিন দুপুরে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরদিন শনিবার সকাল সাড়ে ১১টায় ৫ দফা দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষুব্ধ ছাত্রদের রাস্তা থেকে হটিয়ে দেয়। এসময় গুলিবিদ্ধসহ ১০ শিক্ষার্থী আহত হয়। এরপর রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায় এবং ঘিরে রাখে। পরে পুলিশ ৪২ ছাত্রকে আটক করে।


বিডি প্রতিদিন/২৮ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর