৫ জুন, ২০১৭ ১৬:২২

বিশ্ব পরিবেশ দিবসে ইবিতে বৃক্ষ রোপন কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্য্যালয় প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবসে ইবিতে বৃক্ষ রোপন কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পূর্ব পার্শে লিচুর চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, উন্নয়ন ও পরিকল্পনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসান প্রমুখ। 

উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘সবুজ পৃথিবী গড়া ও পরিবেশ সুরক্ষার বিষয় বিবেচনা করে আমরা বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছি। তবে প্রাণ-প্রকৃতি ও বৈচিত্র্যকে রক্ষা করা বিশ্ব পরিবেশ দিবসের মূলমন্ত্র হওয়া উচিত বলে আমি মনে করি।’ 

তিনি আরও জানান, পরিবেশ সূরক্ষায় ক্যাম্পাসের সব জায়গায় বিভিন্ন প্রকার ফলজ ও ছায়া দানকারী গাছ লাগানো পরিকল্পনা রয়েছে। 

বিডি প্রতিদিন/৫ জুন ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর