৬ জুন, ২০১৭ ০১:৪৭

হাইকোর্টে চার পুলিশ সদস্যের নি:শর্ত ক্ষমা প্রার্থনা

অনলাইন ডেস্ক

হাইকোর্টে চার পুলিশ সদস্যের নি:শর্ত ক্ষমা প্রার্থনা

বাসচাপায় দুই সহপাঠী নিহত হওয়ার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র নাজমুল হোসাইনকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আশুলিয়া থানার ওসি মোহসিন কবিরসহ চার পুলিশ সদস্য। পরে তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে। 

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে পুলিশের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু ও অনাবিল আনন্দ রায়।

এর আগে গত ২৯ মে অসুস্থ নাজমুল হোসাইনকে হাতকড়া পড়া অবস্থায় এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসা দেয়ার ঘটনায় আশুলিয়া থানার ওসিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের স্ব:প্রণোদিত হয়ে তলব করেন হাইকোর্ট। একই সাথে অসুস্থ নাজমুলকে হাতকড়া পরা অবস্থায় চিকিৎসা দেয়া কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়। 


বিডি প্রতিদিন/৬ মে ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর