১৫ জুন, ২০১৭ ১৯:৫৬

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'লিডারশিপ ইন্সপাইরিং স্পিচ' শীর্ষক সেমিনার

বেরোবি প্রতিনিধি:

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'লিডারশিপ ইন্সপাইরিং স্পিচ' শীর্ষক সেমিনার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের উদ্যোগে বিভাগের গ্যালারি রুমে আজ ‘লিডারশিপ ইনস্পাইরিং স্পিচ’ (নেতৃত্বে উদ্বুদ্ধকরণ বক্তৃতা) শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। বিভাগীয় শিক্ষক যুবায়ের ইবনে তাহেরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর'র (বিএনসিসি) গুড উইল এম্বাসেডর রাশেক রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর'র (বিএনসিসি) ব্যাটালিয়ান কমান্ডার মেজর হারুন অর রশিদ। সেমিনারে বিভাগের শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন। 

সেমিনারে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, উদ্যম, উদ্যোগ এবং কল্যাণকর কাজে সংগঠিত করার মানসিকতাই নেতৃত্ব তৈরীর অন্যতম বৈশিষ্ট্য। এসময় ছাত্রছাত্রীদেরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে বিরত থাকারও আহবান জানান বক্তারা । পরে প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর