২০ জুন, ২০১৭ ১৭:২৭

'বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ'

সিরাজগঞ্জ প্রতিনিধি:

'বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ'

ফাইল ছবি

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ' বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ। এটি বিশ্বের যেকোন বিশ্ববিদ্যালয়ের চেয়ে উন্নতমান ও ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয় হবে। তিনি আরো বলেন, ইউরোপ, আমেরিকা ও ফ্রান্সসহ বিশ্বের সব দেশ থেকে শিক্ষার্থীরা এসে লেখাপড়া ও গবেষণা করবে। এ জন্য মান বজায় রেখে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। আজ দুপুরে ভিসির অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ'র ভিসি ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষের শাহজাদপুরে প্রথম আগমণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. আব্দুল ওহাব, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, এাডভোকেট আনোয়ার হেসেন, এ্যাডভেকেট শেখ আব্দুল হামিদ লাভলু ও  শাহজাদপুর পৌসভার ভারপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন প্রমুখ। পরে ভিসি ড. প্রফেসর বিশ্বজিৎ ঘোষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ক্যাম্পাস নির্মাণস্থল বুড়িপোতাজিয়া মৌজার বাথান এলাকা পরিদর্শন করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর