২১ জুলাই, ২০১৭ ১৬:০৪

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ; ১২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

অনলাইন ডেস্ক

শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ; ১২০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণার দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ায় ১২০০ জনকে আসামী করে মামলা করা হয়েছে। 

শাহবাগ এলাকায় গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ১৫ শিক্ষার্থী আহত হন। আটক হন ১৩ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙ্লা কলেজ।


বিডি প্রতিদিন/২১ জুলাই, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর