২৪ জুলাই, ২০১৭ ২০:৫৩

শাবি ভিসি ও রেজিস্ট্রারকে উকিল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শাবি ভিসি ও রেজিস্ট্রারকে উকিল নোটিশ

নিয়ম অনুযায়ী টাইম স্কেল না দেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক আমিনুল হক ভুঁইয়া ও রেজিস্ট্রার ইশফাকুল হোসেনকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফজলুর রহমানের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী খাদিজা আক্তার রবিবার এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তিন দিনের মধ্যে বিষয়টি সুরাহা করার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, 'ফজলুর রহমান জাতীয় বেতন স্কেল ২০০৯-এর চতুর্থ গ্রেডে বেতনভুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা। তার গ্রেডের শেষ অবস্থানে পৌঁছার এক বছর পর বেতন স্কেলের নিয়ম অনুসারে টাইম স্কেলের জন্য আবেদন করেন। কিন্তু সকল ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা পূরণ করা সত্ত্বেও তাকে টাইম স্কেল দেওয়া হয়নি।'

জানা গেছে, ফজলুর রহমান ২০১৫ সালের ৮ জানুয়ারি নিয়ম অনুসারে টাইম স্কেল পাওয়ার আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের অডিট শাখাও তার প্রাপ্যতার বিষয়ে মত দেয়। কিন্তু সিন্ডিকেটের ১৯৫তম সভায় আবেদনটি বাতিল করে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ফজলুর রহমান বলেন, টাইম স্কেল প্রাপ্য হলেও আমাকে বঞ্চিত করা হয়েছে।

বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর