১৮ আগস্ট, ২০১৭ ০১:০৪

রুয়েটে দুই ছাত্রলীগ কর্মীর কোন্দলে কক্ষ ভাঙচুর

রাবি প্রতিনিধি

রুয়েটে দুই ছাত্রলীগ কর্মীর কোন্দলে কক্ষ ভাঙচুর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হলের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৬ সিরিজের শিক্ষার্থী নির্ঝর হামিদ হলের ৩১৮ নম্বর কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। পরে বঙ্গবন্ধু হলের ফটকে তালা লাগিয়ে দেয়। এসময় ৬টি মোটরসাইকেলে ১৪-১৫ জন বহিরাগত তাকে সমর্থন দেয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে মারধর করে। পরে তাকে পুলিশে দেয়া হয়।

ছাত্রলীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা অভিযোগ করে বলেন, নির্ঝর শিবিরকর্মী। তাকে রুয়েট ছাত্রলীগে রাজনীতি করার সুযোগ দেয় সভাপতি নাইমুর রহমান নিবিড়। নির্ঝরের ভাঙচুরের ঘটনা সহযোগীরাও শিবির কর্মী। তাদের মধ্যে কয়েকজন রুয়েটের সাবেক শিক্ষার্থীও ছিল।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দু'কর্মীর মধ্যে ঝামেলা হয়েছে। তাদের দু'জনকেই থানায় আনা হয়। ঘটনা মিমাংসা করে পরে ছেড়ে দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর