১৮ আগস্ট, ২০১৭ ০২:৫০

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি উন্মুক্তের আহ্বান ছাত্রলীগ সভাপতির

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি উন্মুক্তের আহ্বান ছাত্রলীগ সভাপতির

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টের প্রেতাত্মারা এখনো সক্রিয় রয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শিক ছাত্র রাজনীতি চালু করতে হবে। এর মাধ্যমে এসব প্রেতাত্মাদের রুখে দেওয়া সম্ভব হবে। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে জাতীয় শোক দিবসে হামলার পরিকল্পনা ও সারাদেশ অস্থিতিশীল করার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।   

সাইফুর রহমান সোহাগ বলেন, ১৫ আগস্টের শোক কোটি বাঙালির হৃদয়ে গেঁথে আছে। এই শোক আমাদের সাহস জোগায়, এই শোক বাংলাদেশকে একটি আদর্শিক ধারায় উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার। আজ কোটি তরুণের হৃদয়ে বঙ্গবন্ধু চির জাগ্রত। বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বর বাড়ি আজ বাঙালির ঐতিহ্যে পরিণত হয়েছে। টুঙ্গিপাড়ার সমাধিসৌধ বাঙালির তীর্থ ভূমিতে পরিণত হয়েছে।    

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, বন্যা একটি দুর্যোগ। এই দুর্যোগ মোকাবেলা করতে হবে। ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানাই- যার যার অবস্থা থেকে বন্যা দুর্গতদের পাশে থাকুন। যেকোন দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকে।  

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বিডি প্রতিদিন/১৮ আগস্ট ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর