২১ আগস্ট, ২০১৭ ১৫:৪৬

গ্রেনেড হামলার প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

গ্রেনেড হামলার প্রতিবাদে রাবি ছাত্রলীগের বিক্ষোভ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনা যখন সন্ত্রাসবিরোধী সমাবেশের ভাষণ শেষে যখন নেমে আসছিলেন, তখন বৃষ্টির মত গ্রেনেড ছোঁড়া হয়েছিল। আওয়ামী লীগের নেতারা তখন নেত্রীকে বাঁচাতে মানবঢাল তৈরি করেছিলেন।’

কিবরিয়া আরও বলেন, ‘যেখানে জামায়াত-বিএনপি সেখানেই ছাত্রলীগের প্রতিরোধ গড়ে তোলা হবে। ছাত্রলীগ সোচ্চার থেকে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে এবং সকল ক্যাম্পাসে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি সুন্দর ছাত্রবান্ধন ক্যাম্পাসে পরিণত করবে।’

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, ফারুক হাসান, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, দফতর সম্পাদক আবুল বাশার আহম্মেদ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিবসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর