২৩ আগস্ট, ২০১৭ ১৮:৫১

'পাকিস্তানের প্রেতাত্মার গুণগানকারীদের প্রতিহত করতে হবে'

অনলাইন ডেস্ক

'পাকিস্তানের প্রেতাত্মার গুণগানকারীদের প্রতিহত করতে হবে'

ফাইল ছবি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মার গুণগান যারা করছেন তাদের প্রতিহত করতে হবে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে দ্বিধাবিভক্তির রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস পালন উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কবি ড. মুহম্মদ সামাদের সভাপতিত্বে ও প্রফেসর ড. গোলাম রাব্বানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জাতীয় বিশ্ববিদ্যালেয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম. এম. আকাশ, ড. মাকসুদ কামাল, ড. মশিউর রহমান, ড. জিনাত হুদা, ড. শফিকুজ্জামান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. নাসিরউদ্দিন। 

বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর