২৩ আগস্ট, ২০১৭ ১৯:৫৪

বেরোবিতে 'সংবাদ সংস্থায় সাংবাদিকতা: প্রকৃতি ও চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালা

সৌম্য সরকার, বেরোবি প্রতিনিধি:

বেরোবিতে 'সংবাদ সংস্থায় সাংবাদিকতা: প্রকৃতি ও চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী 'সংবাদ সংস্থায় সাংবাদিকতা: প্রকৃতি চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত কর্মশালাটি চলবে।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক ও বাংলা বিভাগের প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বিজনেস স্ট্যাডিজ অনুষদের ডিন ফেরদৌস রহমান। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে ছিলেন- বাসসের প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান। দুই দিনব্যাপী কর্মশালায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী অংশ নেয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর