১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৫১

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি ল্যাঙ্গোয়েজ সেন্টার চালু, নতুন দুটি বিভাগ স্থাপন, অত্যাধুনিক ল্যাব নির্মাণ, ক্যাম্পাসে চলমান উন্নয়ন কর্মকান্ড এবং ইউজিসির চলমান প্রকল্প সহ নানা বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম ইমামুল হকের সাথে সভা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন শিঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত দেবে বলে ইউজিসি সদস্য ড. এম. শাহ্ নওয়াজ আলি বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসিকে আশ্বস্ত করেন।

প্রফেসর ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে পাশে থাকার আহবান জানান। এ সময় ভিসি ইমামুল হক ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলির হাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে প্রকাশিত জার্নালের কপি শুভেচ্ছা স্মারক হিসেবে তুলে দেন।  

প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলির সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক এবং একজন সহকারি পরিচালক সফর সঙ্গী ছিলেন।

এর আগে সকাল ১০টায় ইউজিসি সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসি। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিনিধি দলকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ঘুরিয়ে দেখান ভিসি।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর