১৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:১৪

ঢাবি নাট্য সংসদের দু’দিনব্যাপী নাট্যোৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি নাট্য সংসদের দু’দিনব্যাপী নাট্যোৎসব

‘মঞ্চ হোক মুক্তির পথ’ এই মূলমন্ত্র ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নাটককে ছড়িয়ে দিতে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ নাট্যোৎসব-২০১৭’। 

আগামী রবিবার ও সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো: আখতারুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।

উৎসবের প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চায়িত হবে নাটক ‘রুটস এন্ড উইংস’ এবং দ্বিতীয় দিন ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনায় ‘টুয়েলভ এংরি মেন’ মঞ্চায়িত হবে।

 


বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর