১৬ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৩৩

যৌন নিপীড়ন রোধে ইবিতে জনসচেতনতা কর্মসূচী

ইবি প্রতিনিধি:

যৌন নিপীড়ন রোধে ইবিতে জনসচেতনতা কর্মসূচী

যৌন নির্যাতন, হয়রানি, ইভটিজিং প্রতিরোধকল্পে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সচেতনতা মূলক কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৮ টায় দেশরত্ন শেখ হাসিনা হলের সভা কক্ষে যৌন নির্যাতন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটি’র আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

যৌন নির্যাতন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটি’র আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. ইকবাল হোসাইন, অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. হালিমা খাতুনসহ হলের আবাসিক শিক্ষকরা।

এসময় হলের শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হলের আবাসিক ছাত্রীরা ক্যাম্পাসে চলাচলে তাদের বিভিন্ন হয়রানি মূলক সমস্যার কথা তুলে ধরেন। পরে কমিটির পক্ষ থেকে ছাত্রীদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়।  

উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে, আগামী ১৮ সেপ্টেম্বর খালেদা জিয়া হলে, ১৯ সেপ্টেম্বর লালন শাহ হলে, ২০ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে, ২১ সেপ্টেম্বর সাদ্দাম হোসেন হল এবং শহীদ জিয়াউর রহমান হলে এ সচেতনতা মূলক কর্মসূচী পালিত হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর