১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৫৩

জবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জবি প্রতিনিধি:

জবির ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ই’ ইউনিট (কলা অনুষদের অন্তর্ভুক্ত) ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির লিখিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় এ ফলাফল প্রকাশ করা হয়।

জানা যায়, ‘ই’ ইউনিটের ১৫০টি (সংগীত বিভাগ-৪০টি, চারুকলা বিভাগ-৪০টি, নাট্যকলা বিভাগ-৪০টি এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ-৩০টি) আসনের বিপরীতে ৭৫৬ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে। ‘ই’ ইউনিটে ২,৬৩৬ জন পরীক্ষাার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। 

উল্লেখ্য,‘ই’ ইউনিটের পারফরমেন্স টেস্ট সংক্রান্ত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে। ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট (http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info)-এ পাওয়া যাচ্ছে।

বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর