১৯ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৬

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন

সৌম্য সরকার, বেরোবি

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন, গণহত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরে কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, রাখাইনে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদেরকে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এসময় মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা দরকার বলেও বক্তারা দাবি করেন। 

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম তার বক্তব্যে রোহিঙ্গাদের ধর্মীয় পরিচয়ে চিহ্নিত না করে মানুষ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকট আজ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। আমরা চাই এই গণহত্যা বন্ধ এবং এর স্থায়ী সমাধান হোক।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন, নাহিদুজ্জামান নাহিদ, মোরশেদুল ইসলাম, শিহাব উদ্দিন, মাহমুদুল হাসান প্রমুখ। 

বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর