২০ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৩৫

শাবিতে দুই দিনব্যাপী মেক্যানিক্যাল ফেস্ট ‘মেকনোভেশন’ শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

শাবিতে দুই দিনব্যাপী মেক্যানিক্যাল ফেস্ট ‘মেকনোভেশন’ শুরু

‘ক্রিয়েটিভিটি এন্ড ইনোভেশন আর দ্যা ড্রাইভিং ফোর্স অব দ্যা মিনিংফুল চেঞ্জ’ এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই দিনব্যাপী ১ম মেক্যানিক্যাল ফেস্ট ‘মেকনোভেশন-২০১৭’ শুরু হয়েছে। 

বুধবার সকাল ১০টায় আনন্দ র‌্যালি, কেক কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের সহকারী অধ্যাপক শান্তা সাহা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, ফেরদৌস আলম ও বিভাগের শিক্ষার্থীরা। 

আয়োজকরা জানান, ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে শুর হওয়া এ বিভাগের দুই বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এ আয়োজনে রয়েছে বিভিন্ন টেকনিক্যাল প্রতিযোগীতা, সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ অনুষ্ঠান।

 

বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর