২১ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:০০

চালের দাম বৃদ্ধির প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

চালের দাম বৃদ্ধির প্রতিবাদে রাবিতে মানববন্ধন

চালের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং দাম কমানোর দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী দিলিপ রায় বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হওয়া স্বত্ত্বেও কিভাবে চালের দাম ৭০-৮০ টাকা হয়? তা আমরা জানতে চাই।

এসময় সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দাম কমানোর দাবি জানান। ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমন মোড়লের সঞ্চলনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সজীব ওয়াছী, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইন্দ্রজিৎ কুমান প্রমুখ।

বিডি প্রতিদিন/২১ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর