২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:১১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ সেপ্টেম্বর

ভর্তি পরীক্ষা ২৪ ও ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ সেপ্টেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে। ওই দিন দুপুর ২ টা থেকে শুরু হওয়া এই আবেদনের সময় শেষ হবে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার রাত ১২ টায়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

আগামী ২৪ ও ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://barisaluniv.edu.bd/) পাওয়া যাবে। 

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ২০টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আরও ২টি নতুন বিভাগ সংযোজিত হয়েছে। এগুলো হলো ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ’ এবং ‘বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ’। 


বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর