২৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:১৩

রাবিতে বার্ষিক নাট্যসপ্তাহ শুরু

রাবি প্রতিনিধি

রাবিতে বার্ষিক নাট্যসপ্তাহ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নাট্যকলা বিভাগের বার্ষিক নাট্যসপ্তাহ-২০১৭ শনিবার থেকে শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় সিরাজী ভবনে বিভাগের থিয়েটার ল্যাবে এই আয়োজনের উদ্বোধন করেন উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনারের সেক্রেটারি-২ এ কে মিশ্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও নাট্যব্যক্তিত্ব রহমত আলী, নাট্যব্যক্তিত্ব বজলুর রহমান বাদল, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকারসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী।

প্রথম দিনে নাট্যকার মুনীর চৌধুরীর 'মহারাজ' নাটকটি জাকিরুল ইসলামের নির্দেশনায় মঞ্চস্থ হয়। চার দিনব্যাপী এই আয়োজনে বিভাগের এমপিএ শ্রেণির শিক্ষার্থীদের নির্দেশনা ও প্রযোজনায় চারটি নাটক মঞ্চস্থ হবে।

বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর