২৫ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:২৫

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০ দফা দাবি

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০ দফা দাবি

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন্ন সম্মেলনের আগে ২০ দফা দাবি পেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ দাবিগুলো উপস্থাপন করা হয়।

শাবি প্রশাসনের প্রতি বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, সুলভমূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা, শ্রেণিকক্ষে ডিজিটাল যন্ত্রপাতি ও পর্যাপ্ত চেয়ার-টেবিল সরবরাহ, লাইব্রেরির আধুনিকীকরণ, মেডিকেল সেন্টারের আধুনিকীকরণ, বিশ্ববিদ্যালয়ে দ্রুতগতির ওয়াই-ফাই ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য উন্নত আবাসন ব্যবস্থা, নিজস্ব পরিবহণের ব্যবস্থা, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থাসহ ২০ দফা দাবি পেশ করে ছাত্রলীগ। 
 
এসময় উপস্থিত ছিলেন শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইমরান খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ আকন্দ, সাজিদুল ইসলাম সবুজ প্রমুখ। প্রসঙ্গত, আগামী ১০ অক্টোবর শাবি ছাত্রলীগের সম্মেলন হওয়ার গুঞ্জন রয়েছে। তবে এখনও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তোড়জোড় নেই।


বিডি-প্রতিদিন/ ২৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর