২৫ সেপ্টেম্বর, ২০১৭ ২২:০৩
প্রতি আসনে লড়বে ৬৭ জন

রাবিতে এবার উনিশ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে এবার উনিশ কোটি টাকার ভর্তি ফরম বিক্রি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শেণিতে ভর্তিতে সর্বমোট ৩ লক্ষ ১৬ হাজার ১২০টি আবেদন ফরম জমা পড়েছে। ফলে এবছর শুধুমাত্র আবেদন ফরম বিক্রি করেই ১৯ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৪০০ শ' টাকা আয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলে জানা গেছে। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন জানান, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৬ অক্টোবর। অতীতের সব রেকর্ড ভেঙে প্রতি আসনের বিপরীতে এবার ৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যা গত বছরে ছিলো ৩৮। যেখানে গত ৩-৪ বছরে আবেদনের গড় ছিল এ বছরের তুলনায় প্রায় অর্ধেক। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা জানান, কোটাসহ মোট চার হাজার সাতশ' আসনের বিপরীতে তিন লাখ ১৬ হাজার একশ' ২০ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনে লড়বে ৬৭ জন ভর্তিচ্ছু। চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৩ হাজার ছয়শ' ৮০, ‘বি’ ইউনিটে ৩১ হাজার আটশ' ৬৯, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার একশ' ৭৪, ‘ডি’ ইউনিটে ২২ হাজার পাঁচশ' ২৬, ‘ই’ ইউনিটে ৪১ হাজার দুইশ' ৩২, ‘এফ’ ইউনিটে ৩৯ হাজার নয়শ' ৩৪, ‘জি’ ইউনিটে ২৮ হাজার সাতশ' ৮৩, ‘এইচ’ ইউনিটে ৩৯ হাজার ছয়শ' ২৬, ‘আই’ ইউনিটে চার হাজার ৩২, ‘জে’ ইউনিটে ১৩ হাজার ছয়শ' ৪২ ও ‘কে’ ইউনিটে ১১ হাজার ছয়শ' ২২ জন প্রার্থী আবেদন করেছে।

এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় আবেদন বেশি পড়েছে বলে খাদেমুল ইসলাম জানান। ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলেও তিনি জানান। 

এর আগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এক লাখ ৭৮ হাজার ৯৪৮, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এক লাখ ৬০ হাজার ৬৮২, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এক লাখ ৬৫ হাজার ৫৬৪টি আবেদন জমা পড়েছিল।

ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে () পাওয়া যাবে।

 


বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর