Bangladesh Pratidin

প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৭ ১৮:১৭ অনলাইন ভার্সন
রাবিতে ছিল না হরতালের প্রভাব
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাবিতে ছিল না হরতালের প্রভাব
bd-pratidin

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোনো প্রভাব পড়েনি। বিশ্ববিদ্যালয়ে হরতালের সমর্থনে কোন ধরনের মিছিল ও সমাবেশ হয়নি। প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলেছে স্বাভাবিক নিয়মে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতাল থাকলেও রাবির সকল বিভাগের ক্লাস-পরীক্ষা যথাসময়ে হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল বাস যথা সময়ে সকল রুটে চলাচল করেছে। হরতাল প্রতিরোধে ক্যাম্পাসে বেলা ১২ টায় মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সভাপতি গোলাম কিবরিয়া। এসময় সহসভাপতি ফারুখ হাসান, সাদ্দাম হোসেন, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ ও সহসম্পাদক আব্দুল্লাহীল কাফীসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow