১৬ অক্টোবর, ২০১৭ ১৪:৩৫
ভর্তি পরীক্ষা ৫-৮ নভেম্বর

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫১ পরীক্ষার্থী

দিনাজপুর প্রতিনিধি:

হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫১ পরীক্ষার্থী

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের বিপরীতে ৫১ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবে। 

এবার হাবিপ্রবি’র স্নাতক পর্যায়ে ৭টি ইউনিটে ১৯৯৫টি আসনের বিপরীতে ১ লক্ষ ১ হাজার ৬২৩টি ভর্তির আবেদনপত্র জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ২১ হাজার ৮০৭ জন, ‘বি’ ইউনিটে ১৯ হাজার ১৯৪ জন, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ৬৪৯ জন, ‘ডি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৮ জন, ‘ই’ ইউনিটে ১ হাজার ৬৫৭ জন, ‘এফ’ ইউনিটে ১০ হাজার ৮১৪ জন এবং ‘জি’ ইউনিটে ১৮ হাজার ৬৪ জন আবেদন করেছে। 

উল্লেখ্য, যে সকল পরীক্ষার্থী আবেদন করেছে কিন্তু আবেদন ফি এখনও জমা দিতে পারেনি তারা আগামী ১৮ অক্টোবরের মধ্যে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (উইইখ) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবে।  এ ছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে। 


বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর