শিরোনাম
১৯ অক্টোবর, ২০১৭ ০০:০৮
রাবির ভর্তি পরীক্ষা

মেস মালিকদের ‘মামা বাড়ির আবদার’!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

মেস মালিকদের ‘মামা বাড়ির আবদার’!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ভর্তিচ্ছুদের মেসে থাকতে হলে দিনপ্রতি গুণতে হবে দুই’শ টাকা। বুধবার বিকেল ৫ টায় রাজশাহী জেলা মেস মালিক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনার সময় এই ‘আবদার’ করে। এই সিদ্ধান্তকে ‘মামা বাড়ির আবদার’ বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করছেন এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়বে ভর্তিচ্ছু-শিক্ষার্থীরা।

কথা হয় ক্যাম্পাস সংলগ্ন মেসগুলোতে অবস্থানরত একাধিক শিক্ষার্থীর সঙ্গে। তারা এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেসগুলোতে থাকতে প্রতিমাসে একজন শিক্ষার্থীকে ছয়’শ থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। এছাড়া খাওয়া খরচ আছে। বাসা থেকে তো একজন শিক্ষার্থীর আত্মীয়-স্বজন আসতেই পারে। মানবতার দৃষ্টিতেই তো বিষয়টিকে সবাই দেখে। তাহলে ভাড়া দিয়ে মেসে থাকলে কেন বাড়তি টাকা গুণতে হবে।’

তারা আরো বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছুরা রাজশাহীতে দু-একদিনের জন্য আসছেন অতিথি হয়ে। মেস মালিকরা এই দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা শুরু করেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক মেসে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘আমরা এমনিতেই ভাড়া দিয়ে মেসে থাকি। তাহলে এ্যাপ্লিকেন্টদের রাখতে আবার টাকা কীসের? ‘মামা বাড়ির আবদার’ নাকি? যা ইচ্ছা তাই করে আমাদের সাথে ব্যবসা করবে? এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না।’

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়ল বলেন, ‘মেস মালিকদের এমন সিদ্ধান্ত সম্পূর্ণ হঠকারিতামূলক। আর তাতে অনুমোদন দেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ভাবেই সাজে না। আমাদের প্রশাসনের উচিত ছিলো তাদের থাকার ব্যবস্থা করে দেয়া। সেটাতো করছেই না উপরি তাদের উপর দুই’শ টাকার বোঝা চাপিয়ে দিচ্ছে।’

মেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় মেসে অতিরিক্ত চাপ বেড়ে যায়। এতে বিদ্যুৎ, পানির বিল বেড়ে যায়। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতি রাতে একজন পরীক্ষার্থীর কাছে দুই’শ টাকা করে রাখার ‘আবদার’ করেছিলাম। তারা বলেছে গরিব শিক্ষার্থীদের কাছ থেকে কম করে ধরবেন। কারো কাছ থেকে দুই’শ টাকার বেশি নিবেন না।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে দুই থেকে আড়াই’শটি মেস রয়েছে। এর মধ্যে ১১৮টি সমিতির অন্তর্ভুক্ত। সমিতির অন্তর্ভুক্ত কেউ অনিয়ম করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।’

বৈঠকে মেস মালিক সমিতির নেতারা ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। বৈঠকে রাবি প্রক্টর ও জনসংযোগ প্রশাসক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, মেস মালিক সমিতির সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাম্স উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় অনেক ভর্তিচ্ছু ও অভিভাবক রাজশাহীতে আসেন। শুরুতেই তাদেরকে আবাসন সমস্যায় পড়তে হয়। বুধবার অনুষ্ঠিত বৈঠকে মেস মালিক নেতারা এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু ও অভিভাবকরা তাদের পরিচিতের মাধ্যমে মেসগুলোতে থাকতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মেস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা সার্বিকভাবে সহায়তার আশ্বাস দিয়েছে। ভর্তি পরীক্ষার সময় এপ্লিকেন্টরা এসে থাকাতে মেসের মালিকদের পরিস্কার-পরিচ্ছন্নতা বাবদ অনেক খরচ হয়। এজন্য তারা নির্ধারিত দুই’শ টাকা নিবে। কেউ এর বেশি নিয়ে হয়রানি করবে না।

বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর