২০ অক্টোবর, ২০১৭ ১৯:৪৭

বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই হবে জবির ভর্তি পরীক্ষা

জবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই হবে জবির ভর্তি পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই অনুষ্ঠিত হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সংবাদ সম্মেলনে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য জানান।

অভিযোগ উঠেছে যে, গত ১৩ অক্টোবর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ২ ঘণ্টা আগে পরীক্ষার উত্তরপত্র ফাঁস হয়ে যায়। ভর্তি পরীক্ষার আগে বিভিন্ন কেন্দ্রে প্রশ্ন পাঠানোর সময় ফাঁস হয়ে যায় বলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাশের কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষা নেওয়া হতে পারে। 

এদিকে, প্রশ্ন ফাঁসে শিক্ষকরা জড়িত বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা প্রশ্ন ফাঁসে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা কমিটিকে দায়ী করেন।  

উল্লেখ্য, শুক্রবার জবির ‘ডি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৮০টি আসনের বিপরীতে ২৮ হাজার ৭৪৯ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর