২১ অক্টোবর, ২০১৭ ১৭:১৪

রাবির ভর্তি পরীক্ষা শুরু রবিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবির ভর্তি পরীক্ষা শুরু রবিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে রবিবার। এদিন সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ‘এ’ (কলা অনুষদ) এবং ‘ই’ (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, ভর্তি পরীক্ষার প্রথম দিন (রবিবার) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘ই’ ইউনিটের ‘ই-১’ ও সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘ই-২’ এবং সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ‘ই-৩’ -এর ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া দুপুর আড়ইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ‘এ-১’ ও বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘এ-২’ ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ভর্তি পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। রবিবারের ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিটে ৭৪৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ২৩২ জন, ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ৯৪১টি আসনের বিপরীতে ৩৩ হাজার ৬৮০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর