২১ অক্টোবর, ২০১৭ ২০:৪৭

রাবির হলে আকস্মিক শর্ট সার্কিটে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি


রাবির হলে আকস্মিক শর্ট সার্কিটে দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি আবাসিক হলে আকস্মিক বৈদ্যুতিক শট সার্কিটে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ ও শনিবার ভোর ৬টার দিকে শাহ মখদুম হলে এ ঘটনা ঘটে।

মাদার বখ্শ হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ঘন ঘন লোডশেডিং হতে থাকে। রাতে হঠাৎ করেই বিদ্যুতের ভোল্টেজ বেড়ে যাওয়ায় শর্ট সার্কিটের সৃষ্টি হয়। এতে হলের বিভিন্ন কক্ষে চার্জে লাগানো শিক্ষার্থীদের ল্যাপটপ, মোবাইল ফোন, চার্জার, লাইট, পাখাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। হল কর্তৃপক্ষকে এ বিষয়ে বারবার অবহিত করা হলেও তারা কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণও দাবি করেন।

শাহ মখদুম হলের শিক্ষার্থীরা জানান,  ভোরে হঠাৎ শর্ট সার্কিট হয়ে ওই হলের শিক্ষার্থীদের ল্যাপটপ, চার্জার, মোবাইল ও ফ্যানসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিফাইস নষ্ট হয়ে যায়।

ওই হলের শফিক নামের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘বারবার লোডশেডিংয়ের কারণে আমার ল্যাপটপে চার্জ ছিল না। তাই রাতে ল্যাপটপটি চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি ল্যাপটপটি নষ্ট হয়ে গেছে। দুটি হলে শিক্ষার্থীদের দশ লক্ষাধিক টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে’

হলের আরেক আবাসিক শিক্ষার্থী আহসান উল্লাহ বলেন, ‘এই হলে এ নিয়ে পাঁচবার এ ধরনের ঘটনা ঘটলো। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে যতোবারই প্রশাসনকে জানিয়েছি ততোবারই ক্ষতিপূরণের কথা বলে তারা শুধু আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু কার্যত কোন পদক্ষেপ নেয়নি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমরা তাদের যথাসম্ভব ক্ষতিপূরণের চেষ্টা করব। আর সামনে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর