২২ অক্টোবর, ২০১৭ ১১:১১

জবির যুগপূর্তি উৎসব আজ

রাশেদ হোসাইন:

জবির যুগপূর্তি উৎসব আজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একযুগ পূর্ণ হয়েছে ২০শে অক্টোবর। তবে ভর্তি পরিক্ষা থাকায় যুগপূর্তি উৎসব হচ্ছে আজ ২২শে অক্টোবর রবিবার।
জাকজমকপূর্ণ ভাবেই শোভাযাত্রা ও আনন্দ উৎসবের মাধ্যমে এ দিনটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০০৫ সালে ২০ শে অক্টোবর জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে শতবর্ষী জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করে সরকার।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন হাতে নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং সকাল ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর সুসজ্জিত র‌্যালি বের হয়।
এতে ভিসি নেতৃত্বে র‌্যালীটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমাবেত হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায় সাহেব বাজার মোড় হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। সকাল ১১ টায় আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে অনুষ্ঠিত হবে। বিকেলে কনসার্টের আয়োজন করা হয়েছে। ক্যাম্পাস মাতাবেন ব্যান্ডদল দলছুট।
 
এ বিষয়ে জবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়টি নানা প্রতিকুলতা পেরিয়ে জ্ঞান অর্জন এবং বিতরণের ক্ষেত্রে অগ্রগামি ভুমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের পুর্ণাঙ্গ ক্যাম্পাস প্রক্রিয়াধীন রয়েছে। একাডেমিক ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে ইর্ষণীয় সাফল্য এসেছে। সব ক্ষেত্রেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর